Friday, December 9, 2016

শুরু হয়েছে "অভিযান"।

শুরু হয়েছে "অভিযান" 
বরিশালবাসী কি করতে পারে, সেটা দেখার। গল্প সাফল্য আর সাহসের, উদ্যম আর আগ্রহের, তারুণ্য আর বিজয়ের। সবাই খুশী, সবাই দেখে সাফল্য, হাসি, বাস্ততা...
কিন্ত...
যখন সন্ধ্যা নামে গাছের পাতার ফাক গলে চুপিসারে, তখন আসে বেদনা আর কান্নার গল্প। প্রিয় মানুষটা অনেক দূরে, রেখে গিয়েছে তার আদরের সন্তানকে। কিন্ত রেখে যেতে পারেনি আদরের সন্তানের জন্য কোন সম্বল। তার মায়ের অনেক আশা, বাবার কথা যেন ছেলে উচু গলায় এই পৃথিবীকে শুনাতে পারে গর্বভরে, যেমন বাবা একদিন মা'কে বলেছিল, "ছেলে আমার বড় হবে, রবে ইতিহাসের পাতায় লেখা" কিন্ত মা'য়ের সাধ্য হয় না ছেলেকে সেই উচু ইতিহাসের পাতার কাছে নিয়ে যাবার মত খরচ জোগানোর "বরিশাল আউটসোরসিং" নাকি কি একটা কোর্স করায়, যেটা ছেলেকে সেই ইতিহাসের পাতার কাছে নিয়ে যেতে পারে। কিন্ত...
... ... ... :(
সবাই হতাশ। বাবা, মা, বড় ভাই, বড় বোন, এভরিবডি :( গার্মেন্টস এর চাকুরীর শেষে বেতনের খবর নেই। না খেয়ে ঢাকার সমুদ্রে হাবুডুবু খেয়ে, আদরের আত্মীয় স্বজনের গালির উপহারের বোঝা মাথায় নিয়ে অবশেষে প্রিয় জন্মভূমি আদরের "বরিশালে" প্রত্যাবর্তন। আশা, নিজের শহরে বসে কাদলে তো আর কেউ দেখে না। ... হা, তবে দেখে একজনা। মহাজ্ঞানী, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। যার স্নেহের দৃষ্টি ছুঁয়ে যায় এই অভাগীদের কান্না ভেজা অন্তরগুলোকে।
ফ্রিলান্সিং, আউটসোরসিং, অনলাইনে ডলার আয় করে কান্না থামানো... কাজ শেখা ? অনেক টাকার দরকার। শুনেছি ,০০০ নাকি ১০,০০০ !! মা'গো ! কই পামু :( :( হইব না কিছু মোর :( ...
আল্লা গো, আপনি কি শুনছেন আমার মনে কি চায় ??? :( :(
ক্লাস শুরু হয়ে গিয়েছে। সবাই বাস্ত। কথা বলার, ফোন ধরার, মেসেজে উত্তর দেবার সময় নেই। খবর নেবার সময় নেই যে, সেই যে একজন, ভর্তি প্রত্যাশী এসেছিল, টাকা নিয়ে আসবে বলে। সেই যে গেল, আর তো এল না ! ইট' ওকে। এটা তার ব্যাপার। ...
...
সন্ধ্যা নামে, জায়নামাজে কান্না ভেজা সিজদা অবনতা হয় এক বান্দি... ওদিকে ক্লাস চলছে, চলছে বাস্ততা...
... "বরিশাল আউটসোরসিং" এর কি এক্ষেত্রে কিছু করার আছে বলেন ? সিস্টেম তো ফলো করতে হবেই, কি মনে হয় আপনার ? আমরা না "বস" ? কে কোথায় কাদে, দেখার সময় আছে রে ভায়ে ? :)
...
ব্যাপক স্টাইল, আন্দ্রয়েড, হোন্ডা, দোস্ত'গন, পার্টি। শুনলাম কোথায় নাকি ডলার ইনকাম প্রসেস শেখানো হয় অনলাইনে। কোর্স ফি ? ৩০,০০০। কোন ব্যাপার না। বাবা, টাকা লাগবে। লাইফ চেঞ্জ টাকা দাও। বাবাও খুশীমনে টাকা দিয়েই দেয়। ছেলের ভালর জন্য কে না দেয় ? ... কয়েক মাস পার। ছেলের ভয়াবহ উৎসাহ আজ স্তিমিত, মৃতপ্রায়। ... কি রে, ইনকামের কি হল ? ! ... "বাবা, আরেকটা কোর্স করতে হবে ফ্রিলান্সিং এর। এখনের টা থেকে সত্যি সত্যিই ইনকাম করে লাইফ চেঞ্জ করা যায়। আগের চাইতে অনেক কম খরচ। বাবা, কিছু টাকা কি দেয়া যায় ? মাত্র আর একটা বার ?? প্লিজ :(
... নো ওয়ে, বয়। ফাইজলামি করো আমার সাথে ??? !!! গেট আউট।
...
আমাদের কি কিছু করার আছে ???
...
শেষ হবার নয় এই সব প্রিয় বাংলাদেশী মানুষগুলোর কান্নার গল্প। কিন্ত হাতের নাগালেই আছে হাসি আর আনন্দের এক চমৎকার ওষুধ। আমরা কি সচেতন ? জানি কিছু ? সাহস আছে জানার ? পৃথিবীকে ফেইস করার ? বাংলাদেশের পক্ষে ? :)
...
গল্পের শেষ কিন্ত বলা হয় নি ? না বলাই থাকুক। শুধু এটাই জানানো জরুরী যে, জায়নামাজে গড়িয়ে পড়া অভাগিনীর অশ্রু মহামহিম সত্তা ফিরিয়ে দিতে লজ্জা পেয়েছিলেন। স্নেহের সাথে হুকুম করা হয়েছে অনন্ত আসমানে... সেই অভাগিনীর সন্মানে।
...
... ... ... কৃতজ্ঞতা :( :( :(